গুগল সার্চ কনসোল যুক্ত করার নিয়ম - গুগল সার্চ কনসোল কি?
Apon Raj Official ✅
১৯ আগ, ২০২৪
গুগল সার্চ কনসোল যুক্ত করার নিয়ম গুগল সার্চ কনসোল কি, গুগল সার্চ কনসোল
হলো গুগলের একটি ওয়েবমাস্টার টুল।এটি একটি ওয়েবমাস্টার পরিষেবা যেখানে
ওয়েবমাস্টারদের সমস্ত পোস্ট ইনডেক্স করানো হয়।
এই টুলটি তাদের ওয়েবসাইটের সমস্ত পোস্ট সার্চ ইঞ্জিনে আসার জন্য বা সবার সামনে
দৃশ্যমান করার জন্য অনুমতি দেয়। এই আর্টিকেলটিতে আমরা আলোচনা করব কিভাবে
গুগল সার্চ কনসোল যুক্ত করা হয়।
গুগল সার্চ কনসোল যুক্ত করার জন্য গুগল সার্চ কনসোল লিখে
সার্চ দিন আপনাদের সুবিধার্থে এখানে লিঙ্কটি দিয়ে
দিলাম(https://search.google.com/search-console/about) তারপর google এ থাকার সেই
কাঙ্খিত ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। এখন আপনি আপনার কাঙ্খিত জিমেইলটি লগইন
করুন। অবশ্যই সেই জিমেইলটিকে লগইন করবেন যেটাতে আপনার ওয়েবসাইট আছে।
এরপরে আপনার জিমেইল লগইন হয়ে যাবে। তারপর সার্চ কনসোল এ লগইন থাকা
অবস্থায় আপনার সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এরপর উপরে বাম পাশে
থাকা Search Property উপরে চাপ দিয়ে নিচে থাকা Add Property চাপ
দিন। এখন আপনার কাছে একটি ইন্টারফেস ওপেন হবে। সেখানে একপাশে দেওয়া থাকবে (
Domain ) এবং আরেক পাশে দেওয়া থাকবে ।
(url prefix) এই দুইটার মধ্যে আপনি (url prefix) এর নিচে থাকা
(Entar Url ) এটার উপরে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল টুকু পেস্ট করুন। এবং
পেস্ট করার পরে অবশ্যই ডটকম এর পরের স্ল্যাশটা কেটে দিবেন তারপরে
কন্টিনিউতে ক্লিক করুন । আপনার কাজ সহজ করার স্বার্থে নিচে ছবিতে উল্লেখ করা
থাকলো।আর এটা হল গুগল সার্চ কনসোল যুক্ত করার নিয়ম ।
কন্টিনিউতে ক্লিক করার পর আপনি যদি আপনার কাঙ্খিত জিমেইলটিতে লগইন করে
থাকেন। তাহলে সেটা ওনারশিপ অটো ভেরিফাইড নিয়ে নেবে। আর আপনি যদি আপনার কাঙ্খিত
জিমেইলটিতে লগইন না থাকেন তাহলে সেটা অটো ওনারশিপ ভেরিফাইড নাও হতে পারে। আপনি
যদি আপনার কাঙ্খিত লগইন থাকেন। তাহলে সেটি অটো ভেরিফাইড নিয়ে নিয়েছে। এবার
আপনি
(Go to Property) এর উপরে ক্লিক করুন।(Go to Property) এর উপর
ক্লিক করার পরে আপনার কাছে সার্চ কনসোলের কাঙ্খিত ইন্টারফেসটি ওপেন
হবে।
Robots Txt অ্যাড করার নিয়ম
বাকি কাজগুলো করার আগে এখন আপনাকে robotes.txt নামে একটি
কোড আপনার ওয়েবসাইটের সেটিং অপশনে গিয়ে রোবট এক্স ডট টেক্সট এর কাছে বসাতে
হবে এখন আপনারা ভাবতে পারেন সেই কোডটি আমরা কোথায় পাবো । সেই কোডটি
পাওয়ার জন্য আপনি নিচে থাকা হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবং হেল্পলাইনে
মেসেজ দেওয়ার সময় অন্য কিছু না লিখে শুধুমাত্র robotes.tx এটা লিখে মেসেজ
করুন কিছুক্ষণ পরে আপনি আপনার জিনিস পেয়ে যাবেন।
রোবট টেক্সট অ্যাড করা হয়ে গেলে এখন আপনি আপনার সার্চ কনসোল এর কাঙ্খিত
ওয়েবসাইটে চলে আসুন। এবার আপনার বাম পাশে থাকা সাইট বারের নিচের দিকে লেখা
আছে(Sitemap) এটার উপরে ক্লিক করুন। এখন আপনার কাছে যে ইন্টারফেস্টে
আসবে সেখানে লেখা থাকবে।(Add a new sitemap) এবং(Submitted
sitemaps) এখন আপনAdd a new sitemap এর পাশে ইউআরএল দেয়া অপশন আছে।
সেখানে আপনাকে লিখতে হবে (sitemap.xml) এরপর সাবমিট অপশনে ক্লিক করুন
কিছুক্ষণ রিলোড নিবে, তারপর সাকসেসফুল লেখা দিবে এবং আপনি কয়টা পোস্ট লিখেছেন
সেগুলো শো করবে। আপনাদের সুবিধার্থে নিচে স্ক্রিনশট দেওয়া হল।আর এটা হল
গুগল সার্চ কনসোল যুক্ত করার নিয়ম।
এখন আপনার যদি সাইট ম্যাপ সাবমিট করতে সমস্যা হয়, তাহলে হতাশ হওয়ার প্রয়োজন
নেই কারণ এটা সার্ভারের যান্ত্রিক ত্রুটি আপনি দুই থেকে তিনবার টাই করুন একা একা
হয়ে যাবে। এরপর আপনাকে আবার সেম কাজ করতে হবে। কিন্তু এবার সাইড ম্যাপটা অন্য
হবে এখন আপনাকে লিখতে হবে(sitemap-pages.xml) এটা লিখে সাবমিট করার সাথে সাথে
আপনি কয়টা পেজ লিখেছেন সেগুলো এখানে শো করবে। ব্যাস আপনার সার্চ
কন্ট্রোলের অর্ধেক কাজ কমপ্লিট ।
HTML TAG ADD অ্যাড করার নিয়ম
উপরের সব গাছগুলো কমপ্লিট হয়ে গেলে এখন আপনাকে বামে থাকা সাইট বারের দিকে সবার
নিচে সেটিংস অপশনের উপরে চাপ দিতে হবে। এরপর দেখুন উপরে লেখা আছে (Ownership
verification) এটার উপরে চাপ দিতে হবে, এটার উপরে ক্লিক করার পরে দেখুন নিচে লেখা
আছে(HTML tag) এটার উপরে ক্লিক করুন। এরপর আপনার সামনে একটি কোড ওপেন হবে সেটাকে
কপি করুন। আপনাদের সুবিধার্থে নিয়েছে স্ক্রিনশট দেওয়া হলো।আর এটা হল গুগল সার্চ কনসোল যুক্ত করার নিয়ম
এটা কপি করার পরে আপনাকে চলে যেতে হবে আপনার ব্লগার ওয়েবসাইট সেটিং এ । আপনি যদি
অন্য কোন ওয়েবসাইট যেমন ওয়ার্ডপ্রেস বা অন্যান্য কোন সাইট থেকে আপনার ওয়েবসাইট
বানিয়ে থাকেন। সকলের ক্ষেত্রে Html কোডিং একই রকম হবে। আমি আপনাদেরকে
ব্লগার দিয়ে দেখাচ্ছি।
এরপর আপনার ব্লগার ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে চলে যেতে হবে,(Themes) এর ভিতরে
যাওয়ার পরে উপরে লেখা থাকবে কাস্টমাইজ তার পাশে একটি নিচের দিকে
এডোবেটন থাকবে সেখানে চাপ দিন। এরপর আপনাকে (Edit HTML) এটার উপরে চাপ দিতে
হবে। আপনার সুবিধার্থে একটি স্ক্রিনশট দেওয়া হলো।
এটার উপরে ক্লিক করার পরে আপনাকে আপনার কাঙ্খিত থিমস এর কোডিং এর ভেতরে
নিয়ে যাবে ভেতরে যাওয়ার পরে আপনাকে যে কোন এক জায়গায় মাউসের রাইট ক্লিক করতে
হবে। এরপর আপনার কিবোর্ডে থাকা(ctrl+f)এই দুটা বাটন একসাথে চাপ দিতে হবে। আপনার
কোডিং এর উপরে একটি সার্চ বার ওপেন হবে।
(/><head>) এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে html এর হেড অপশন টা
আসবে সেখানে যেকোনো এক জায়গায় মাউসের রাইট ক্লিক করুন এবং একটি এন্টার দিন এবং
আপনার কপি করে আনা সেই কোডটা সেখানে পেস্ট করুন তারপরে সেবে ক্লিক করুন। আপনাদের
সুবিধার্থে স্ক্রিনশট দেওয়া হল। আর এটা হল গুগল সার্চ কনসোল যুক্ত করার নিয়ম।
এটা সেভ দেওয়া হয়ে গেলে, আপনি আপনার কাঙ্খিত সার্চ কনসোল ওয়েবসাইট থেকে চলে
আসবেন। এরপর আবারো সেটিং অপশনে চলে যাবেন। এখন(Ownership verification) এইটার
উপরে ক্লিক করে নিচে থাকা(HTML tag) এর উপরে ক্লিক করুন এখন নিচে ভেরিফাইড
অপশনে চাপ দিন।
চাপ দেওয়ার পরে Ownership verification গ্রীন চিহ্ন দেখাবে । অর্থাৎ আপনার
ভেরিফাইড সাকসেসফুল হয়েছে। আপনাদের সুবিধার্থে নিচে স্ক্রিনশট দেওয়া হল।আর এটা
হল গুগল সার্চ কনসোল যুক্ত করার নিয়ম ।
এটা হয়ে গেলে আপনার সার্চ কন্ট্রোল এর কাজ শেষ। এখন আসি পোস্ট ইনডেক্স হওয়ার
ব্যাপারটা নিয়ে। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন সার্চ কনসোল এড করার সাথে
সাথে আপনার পোস্ট এর কিওয়ার্ড লিখে সার্চ দিলে পাওয়া যাবে। এটা একদম
ভুল ধারণা আপনি গুগল সার্চ কনসোল যুক্ত করার পরে কখনোই আপনার পোস্ট গোল
সার্চ পাওয়া যাবে না এটি হতে ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে। আপনাকে
হাল না ছেড়ে পোস্ট লিখে যেতে হবে। কারণ আপনার নতুন ওয়েবসাইট কে google এখনো
ভরসা করতে পারছে না।
আপনি যখন ডেইলি পোস্ট লেখা শুরু করবেন এবং সময়মতো পোস্ট আপলোড করবেন। ধীরে ধীরে
গুগল আপনাকে পাউরিটি দেওয়া শুরু করবে। তখন আপনার পোস্ট একা একা ইনডেক্স হবে
এবং সার্চ কনসোল পাওয়া যাবে। এছাড়া পোস্ট খুব দ্রুত ইন্ডেক্স
করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। সে পদ্ধতি গুলো আমরা অন্য কোন পোস্টে আলোচনা
করব। এবং আপনাদের যদি পোস্ট কি করলে খুব তাড়াতাড়ি ইনডেক্স হবে এই পদ্ধতি
গুলো নিয়ে কোন পোস্ট প্রয়োজন হয়। অবশ্যই তা কমেন্টে জানাবেন।
গুগল সার্চ কনসোল কি?
গুগল সার্চ কনসোল মূলত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুলস যা গুগল
ওয়েবমাস্টার্ড এবং সাইট মালিকদের সাইটের সার্চ পারফরম্যান্স পর্যবেক্ষণের এবং
উন্নয়ন করতে সহায়তা করে। এটি google টিকটিক সারবরাহিত একটি ফ্রী টুল যাও
ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং এসিওর পরিমাপ বিশ্লেষণ এবং সমস্যার
সমাধান সহায়ক।
এবং google সার্চ কনসোল এর মূল ড্যাশবোর্ড ব্যবহারকারীদের সাইটের সার্চ
পারফরমেন্সে একটি স্ক্রিনশট প্রদান করে। এখানে প্রধানত তিনটি প্রধান সেকশন
থাকে। সার্চ ট্রাফিক, ইনডেক্সিং, এবং সাইটের সুরক্ষা। প্রতিটি সেকশন ভিন্ন
ভিন্ন ধরনের ডেটা এবং রিপোর্ট সরবরাহ করে যা সাইটের সার্চ ইঞ্জিন পারফরম্যান্স
বুঝতে সাহায্য করে।
এবং সার্চ কন্ট্রোল ব্যবহারকারীদের কোন কিওয়ার্ডের জন্য তাদের সাইট রান
করছে। কতগুলি ক্লিক আসছে, এবং কিভাবে সাইটের ভিজিটরদের ইম্প্রেশন বাড়ানো যায়।
এই রিপোর্টগুলি সার্চ কন্ট্রোল ব্যবহারকারী পেয়ে থাকে এছাড়াও এই রিপোর্টের
মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারী জানতে পারি কিভাবে তার সাইটের বিভিন্ন পেজ সার্চ
রেজাল্ট পারফরম্যান্স করছে এবং কিভাবে ট্রাফিক বৃদ্ধি করছে।
গুগল সার্চ কনসোল এর মূল বৈশিষ্ট্য
গুগল সার্চ কনসোল এর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। সে বৈশিষ্ট্য গুলোর
মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আপনাদের কাছে তুলে ধরা হলো। যেমন
ড্যাশবোর্ড ওভারভিউ, সার্চ পারফরমেন্স রিপোর্ট, ইনডেক্সিং স্ট্যাটাস ,
মেসেজ এবং নোটিফিকেশন , সাইট ম্যাপ এবং রোবটেক্সট। এই পাঁচটি বৈশিষ্ট্য নিচে
বিস্তারিত দেওয়া হল।
১। ড্যাশবোর্ড ও ওভারভিউঃ গুগল সার্চ কনসোল এর মূল ড্যাশবোর্ড
ব্যবহারকারীদের সাইটের সার্চ পারফরমেন্সের একটি স্ন্যাপ শট প্রদান করে। এখানে
প্রধানত তিন প্রধান সেকশন থাকে সার্চ ট্রাফিক ইনডেক্সিং এবং সাইটের সুরক্ষা ।
প্রতিটি সেকশন বিভিন্ন ধরনের ডেটা এবং রিপোর্ট সরবরাহ করে যা সাইটের সার্চ ইঞ্জিন
পারফরম্যান্স বুঝতে সাহায্য করে।
২। সার্চ পারফরম্যান্স রিপোর্টঃ সার্চ পারফরম্যান্স রিপোর্ট
ব্যবহারকারীদের জানাই কোন কিওয়ার্ডের জন্য তাদের সাইট রেঙ্ক করেছে। কতগুলি ক্লিক
আসছে এবং কিভাবে সাইটের ইম্প্রেশন বাড়ানো যায়। এই রিপোর্টের মধ্যে আপনি জানতে
পারবেন কিভাবে আপনার সাইটের বিভিন্ন পেজ চার্জ রেজাল্ট পারফরম্যান্স এবং কিভাবে
ট্রাফিক বৃদ্ধি করা সম্ভব।
৩। ইনডেক্সিং স্ট্যাটাসঃ ইনডেক্সিং স্ট্যাটাস রিপোর্ট আপনাকে জানাই
কোনগুলো কতগুলি পেজ ইনডেক্স করেছে এবং কোন পেজ ইনডেক্স হচ্ছে না। এটি
গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি জানতে পারেন কোন পেজ google অনুসন্ধানের দৃশ্যমান
নয়। তবে আপনি ঠিক করার জন্য পদক্ষেপ নিতে পারেন। এই রিপোর্টে আপনি
ত্রুটিগুলো দেখতে পাবেন যা ইন্ডাকশন প্রক্রিয়াকে স্বাভাবিক করতে পারে।
৪। মেসেজ এবং নোটিফিকেশনঃ গুগল সার্চ কনসোল সময়ে সময়ে মেসেজ এবং
নোটিফিকেশন পাঠায় যা সাইটের বিভিন্ন সমাজসেবা আপডেট সম্পর্কে জানায়। এই
মেসেজগুলি আপনার সাইটের ত্রুটি নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
সম্পর্কে আপনাকে সতর্ক করে।
৫। সাইট ম্যাপ এবং রোবোটেক্সঃ সাইট ম্যাপ আপলোড করার জন্য এবং রোবোটেক্সট
ফাইল পরিচালনা করার জন্য। আপনি গুগলকে আপনার সাইটের বিভিন্ন পেজ সম্পর্কে
নির্দেশনা দিতে পারেন। করলে google আপনার সাইটের নতুন কনটেন্ট দুটো ইনডেক্স করতে
সক্ষম হয়। এবং রোবটেক্স ট ফাইল ব্যবহার করে আপনি নির্দিষ্ট পেজগুলিতে
ট্রলিঙ্ক থেকে বাদ দিতে পারেন।
গুগল সার্চ কনসোল এর গুরুত্ব
গুগল সার্চ কনসোল উন্নয়নের পরিহার্য, একটি গুরুত্বপূর্ণ দিক ভূমিকা পালন করছে ,
গুগল সার্চ কনসোল হতে পারে আপনার ওয়েবসাইটের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম যেখান
থেকে আপনি পোস্ট ইনডেক্স থেকে শুরু করে পোস্ট এসইও থেকে শুরু করে। যাবতীয় সব
ধরনের কাজ আপনি এখান থেকে করতে পারছেন। অতএব গুগল সার্চ কনসোল একটি গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। গুগল সার্চ কনসোল এর গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা তুলে
ধরা হলো।
১। এসিও উন্নয়নঃ google সার্চ উন্নয়নের পরিহার্য ভূমিকা পালন করে। এটি
আপনাকে দেখায় কোন কিওয়ার্ডগুলো আপনার সাইটের জন্য সবচেয়ে ভালো পারফর্ম করছে
এবং কোন প্যাকেজগুলিতে আরো উন্নতির প্রয়োজন। এই তথ্য ব্যবহার করে আপনি আপনার
কন্টেন্ট কে আরো ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন।
২। দ্রুতি সংক্রান্ত করণঃ গুগল সার্চ কনসোল সাইটের বিভিন্ন ত্রুটি যেমন
404 ত্রুটি, ত্রোলিং সমস্যা এবং ইনডেক্সিং ত্রুটি সংক্রান্ত করতে সাহায্য
করে। এই ত্রুটিগুলি দ্রুত সংক্রান্ত করতে তাদের সমাধান করা প্রয়োজন যাতে আপনার
সাইট গুগল সার্চ রেজাল্টে ভালোভাবে পারফরম্যান্স করে।
৩। সাইট পারফরমেন্স ট্র্যাকিংঃ গুগল সার্চ কনসোল আপনাকে আপনার সাইটের
পারফরম্যান্স ট্র্যাক করতে সাহায্য করে। আপনি দেখতে পাবেন কিভাবে আপনার সাইটের
বিভিন্ন পেজ সার্চ ইঞ্জিনের পারফরম্যান্স করছে এবং ব্যবহারকারীরা কতটা সাড়া
দিচ্ছে।
গুগল সার্চ কনসোল এর ব্যবহার
গুগল সার্চ কনসোল ব্যবহারের জন্য প্রথমে একটি google account প্রয়োজন। লগইন
করার পর আপনি সাইটে জব করার জন্য একটি অপশন দেখতে পাবেন। সাইটে যোগ করার জন্য
আপনাকে সাইটের মালিকানা প্রমাণ করতে হবে। যা একটি html ফাইল আপলোড যোগ করার
মাধ্যমে করা যেতে পারে।গুগল সার্চ কনসোল ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই তাদের
নীতিমালা গুলো জানতে হবে। তাদের নীতিমালা গুলো জেনে আপনি কাজ করবেন।
১। ডাটা বিশ্লেষণঃ ডাটা বিশ্লেষণ করতে গেলে আপনাকে প্রথমের রিপোর্ট সেকশনে
যেতে হবে। বিভিন্ন ফিল্টার এবং সময়সীমা ব্যবহার করে আপনি নির্দিষ্ট সময়ের জন্য
তথ্য দেখতে পারবেন।
২। এশিয়া অপটিমাইজেশনঃ এসিও অপটিমাইজেশনের জন্য গুগল সার্চ কনসোল এর তথ্য
ব্যবহার করে আপনি আপনার কনটেন্ট এবং পেজগুলি উন্নতি করতে পারেন। কিওয়ার্ড গবেষণা
পেজ অপটিমাইজেশন এবং লিঙ্ক বিল্ডারের মাধ্যমে আপনি আপনার চার্জ ব্যাংকিং উন্নত
করতে পারবেন।
গুগল সার্চ কনসোল এর উদাহরণ ও ক্যাশ স্টাডি
এটি উদাহরণ হিসেবে যদি আপনার সাইটে একটি ব্লগ পেজ থাকে যা ভাল পারফরম্যান্স
করছে না তবে গুগল সার্চ কনসোল এর সাহায্যে আপনি দেখতে পারবেন কোন কিওয়ার্ড
গুলি ট্রাফিক আনছে এবং কোন পেজে সেরা পারফরম্যান্স হচ্ছে। এ তথ্য ব্যবহার করে
আপনি পেইজের কন্টেন পরিবর্তন করতে পারবেন। একটি সাইট যা গুগল সার্চ কনসোল
ব্যবহার করে কিছু কৌশলে সফলতা ভাবে বাস্তবায়ন করেছে।
তার একটি কেস স্টাডি পর্যালোচনা করে আপনি দেখতে পাবেন কিভাবে সাইটে ট্রাফিক
উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং চার্জ রেংকিং উন্নত করেছে। এটি আপনাকে
আপনার সাইটের সকল পোস্ট এসইও এবং কিওয়ার্ড র্যাংকিং এবং কিওয়ার্ড
খুঁজতে সাহায্য করবে।
আমার শেষ কথা
আমার দেওয়া পদ্ধতিগুলো এপ্লাই করে গুগল সার্চ কনসোল এড করতে গিয়ে যদি
আপনাদের কোন সমস্যা হয়ে থাকে। তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ
করবেন আপনাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করা হবে। এছাড়াও গুগল সার্চ
কনসোল নিয়ে আপনাদের যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে
জানাবেন। আমরা যথেষ্ট চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে আপনাদের
সাথে দেখা হবে আবার কোন নতুন পোস্টে। ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন
আল্লাহ হাফেজ।
TCEH BD 24 নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url